
02 Sep দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : মোরশেদ আলম (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই কোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ বাংলাদেশকে কাবু করতে পারবে না। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
বুধবার নোয়াখালী জেলার সেনবাগে দিনব্যাপী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
টানা বর্ষণে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যাকবলিত হয়ে পড়েছেন নোয়াখালীর লাখো মানুষ। এ অবস্থায় জেলার সেনবাগের বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
চাল, ডাল আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ তুলে দেন বন্যার্তদের হাতে।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই বাংলাদেশ এখন বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুরোপুরি সক্ষম।
তিনি আরো বলেন, দেশের সব ক্ষেত্রেই এখন উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে।
সরকারের পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান আলহাজ মোরশেদ আলম এমপি।
No Comments