নিরক্ষরমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার : মোরশেদ আলম

নিরক্ষরমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার : মোরশেদ আলম

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। সে লক্ষ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, উপবৃত্তি ও মিড ডে মিলসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
রোববার নোয়াখালীর সোনাইমুড়িতে, আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ ও কাশিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলহাজ মোরশেদ আলম বলেন, শুধুমাত্র শিক্ষাক্ষেত্র নয়, সবক্ষেত্রেই উন্নয়নের নতুন নতুন রেকর্ড গড়ছে বর্তমান সরকার। দেশ এগিয়ে যাচ্ছে। আগামী মার্চেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
পরে, বেঙ্গল গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন মোরশেদ আলম এমপি।

No Comments

Post A Comment