
10 Nov আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মোরশেদ আলম ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ মোরশেদ আলম এমপি।
আজ শনিবার তিনি দলের ধানমন্ডিস্থ নির্বাচনী কার্যালয় থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, আমি সবার কাছে দোয়া চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমিও আমার জায়গা থেকে শরিক হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাই।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এসময় উপস্থিত ছিলেন। —
No Comments